ডেস্ক রির্পোট:- প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ১৫৩ রানে আটকে দেয় যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (২১ মে) হিউস্টনে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে এই রান তোলে টাইগাররা। জবাবে তিন বল হাতে রেখেই ৫ উইকেটে জয় নিয়ে মাঠ ছাড়ে যুক্তরাষ্ট্র।
টস হেরে ব্যাট করতে নেমে ৫.১ ওভারে দলীয় ৩৪ রানে ফেরেন বাংলাদেশের দুই ওপেনার লিটন কুমার দাস ও সৌম্য সরকার। ১৫ বল খেলে মাত্র ১৪ রান করে এলবিডব্লিউ হন লিটন দাস। সৌম্য করেন ১৩ বলে ২০ রান। এরপর ক্রিস ছেড়ে ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে আউট হন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি ১১ বলে মাত্র ৩ রান করে ফেরেন। শান্তর বিদায়ের পর রান আউটের শিকার হন সাকিব আল হাসান। তিনি ১২ বলে ৬ রান করে বিদায় নেন।
তবে তাওহীদ হৃদয় ও মাহমুদুল্লাহ রিয়াদের জুটিতে লড়াই করার মতো পুঁজি পায় বাংলাদেশ। মাহমুদুল্লাহ ২২ বলে ৩১ রানে আউট হলেও হৃদয় খেলেন ৪৭ বলে ৫৮ রানের ইনিংস। এছাড়া জাকের আলী ৫ বল খেলে ৯ রানে অপরাজিত ছিলেন।
১৫৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে আগ্রাসী শুরু করেন দুই ওপেনার স্টিভেন টেইলর ও মোনাক প্যাটেল। তবে দলীয় ২৭ রানে রান আউটের শিকার হন মোনাক। দলীয় ২৭ রানে ১০ বলে ১২ রান করে ফিরে যান তিনি। এরপর ক্রিজে আসা অ্যান্ড্রিস গিউসকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন টেইলর। তবে দলীয় ৬৫ রানে গিউসকে আউট করে বাংলাদেশকে সাফল্য এনে দেন রিশাদ হোসেন। ১৮ বলে ২৩ রান করেন গিউস।
এরপর ২৯ রানের মধ্যে যুক্তরাষ্ট্রের তিন উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরান দুই পেসার মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম। টেইলর ২৯ বলে ২৮, অ্যারন জন্স ১২ বলে ৪ ও নিতিশ কুমার ১০ বলে ১০ রান করে সাজঘরে ফিরে যান। তবে কোরি অ্যান্ডারসন ও হারমিত সিংয়ের ব্যাটে লড়াই করে যুক্তরাষ্ট্র। আগ্রাসী ব্যাটিং করতে থাকেন হারমিত। তার ১৩ বলে ৩৩ রানের ঝড়ো ব্যাটিংয়ে ৩ বল হাতে রেখে ৫ উইকেটের জয় তুলে নেয় যুক্তরাষ্ট্র।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com