ডেস্ক রির্পোট:- ‘ফার্মা সলিউশন’ নামে বাজারে থাকা নকল ডায়েবেটিস টেস্টিং স্ট্রিপস এক সপ্তাহের মধ্যে ধ্বংসের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ওষুধ প্রশাসন অধিদফতরকে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। রিটের শুনানি শেষে গতকাল সোমবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি এস.এম. মাসুদ হোসেন দোলনের ডিভিশন বেঞ্চ এ নির্দেশ দেন।
রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া। সরকারের পক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।
স¤প্রতি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে রিটটি দায়ের করা হয়। প্রতিবেদনটিতে বলা হয়, বাইরের ঝামেলা এড়াতে বাসাবাড়িতে সরঞ্জাম রেখে অনেকেই ডায়াবেটিস মাপার কাজটি সারেন। এ জন্য একটি টেস্টিং স্ট্রিপ ব্যবহার করা হয়। এই স্ট্রিপ অবৈধভাবে এনে বিদেশের নামি-দামি প্রতিষ্ঠানের মোড়কে দেশীয় বাজারে ছাড়ছে একটি প্রতিষ্ঠান। আর এই মোড়ক প্রিন্ট করা হয় রাজধানীতেই। শুধু মোড়ক নয়, ভেতরের স্ট্রিপগুলোও দেশে তৈরি হচ্ছে কি না সেটিও কেউ জানে না। এমন ভয়াবহ প্রতারণার প্রমাণ মিলেছে ‘ফার্মা সলিউশন’ নামে একটি দেশীয় কোম্পানির বিরুদ্ধে।
ডায়াবেটিস পরিমাপের যন্ত্রের নাম ‘গøুকোমিটার’। এই যন্ত্রের সাহায্যে ঘরে বসেই রক্তে সুগারের মাত্রা পরিমাপ করা যায়। এক্ষেত্রে ল্যানসেট নামে একটি সূ² সুঁইয়ের সাহায্যে আঙুলের ডগায় খোঁচা দেয়া হয়। রক্ত বেরিয়ে এলে টেস্টিং স্ট্রিপে এক ফোঁটা রক্ত নিয়ে সেটি মেশিনে ঢুকিয়ে ডায়াবেটিস পরীক্ষা করা হয়।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com