রাঙ্গামাটি:- ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে মঙ্গলবার (২১ মে) রাঙামাটির তিন উপজেলা কাপ্তাই, রাজস্থলী ও বিলাইছড়ি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে তিন উপজেলা মিলে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৯ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রতিদ্বন্ধিতা করছেন।
কাপ্তাইয়ে মোট ভোটার ৪৯ হাজার ৫২৮ জন, রাজস্থলীতে মোট ভোটার ২০ হাজার ৮৬৭জন এবং বিলাইছড়িতে মোট ভোটার রয়েছে ২৩ হাজার ৬৯২ জন।
এদিকে নির্বাচন পরিচালনা করার লক্ষ্যে হেলিসর্টি কেন্দ্র এবং সাধারণ কেন্দ্রগুলোতে নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনী সরঞ্জামাদি পাঠানো হচ্ছে। প্রতিটি ইউনিয়ন একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং প্রতিটি কেন্দ্রে পুলিশ আনসার মোতায়েন এর পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসাবে বিজিবি টহল থাকবে বলে রিটানিং অফিসার কার্যালয় থেকে জানানো হয়।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com