খাগড়াছড়ি:- খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বজ্রপাতে একই পরিবারের ৪ জনসহ ৬ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।
রোববার (১৯ মে) বিকালে দিকে উপজেলার ১নং ওয়ার্ডে গাজিনগর জুম্মাপাড়ায় ইকবাল হোসেনের খামার বাড়িতে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, একই পরিবারের রাবেয়া বেগম (৩০), সরাফত আলী (৩২), মো. আনিছ (৩৫) ও সরবানু (৫০), তাদের নিকট আত্মীয় মোস্তফা (৩৫) এবং লোকমান হোসেন (৫০)।
এদের মধ্যে আনিছ ও মোস্তাফার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান কর্তব্যরত চিকিৎসক ডা. ফাহাদ।
প্রত্যক্ষদর্শী ইকবাল হোসেনের স্ত্রী মরিয়ম বেগম জানান, বিকালের দিকে গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে খামার বাড়িতে টিনের ছাপরা ঘরে সবাই বসেছিল। মরিয়ম বেগম বৃষ্টি থেকে বাচতে খামারের অদূরে একটি গাছে নিচে বসেছিল। হঠাৎ বাহিরে বিকট শব্দে বজ্রপাত ঘটলে বেড়ার ফাঁক দিয়ে ঘরের ভিতরে বজ্রপাতের অংশ ডুকে পড়ে এতে একই পরিবারের ৪ জনসহ আরো ২ জন নিকট আত্মীয় আহত হয়। এসময় খামার বাড়ির আঙ্গিনায় থাকা ২টি ছাগল মারা যায়।
ঘটনার পর প্রতিবেশীদের সহযোগিতায় আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com