বান্দরবান:- জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গাছ কাটা নিয়ে উভয়পক্ষের সংঘর্ষে বান্দরবান জেলার লামা উপজেলার সরই ইউনিয়নের লোহাগাড়ার সীমান্তবর্তী হাসনাভিটা এলাকায় একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ের ১১টার দিকে এ ঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন অন্তত ৭ জন।
নিহতের নাম ওসমান গনি (৪৫)। তিনি লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৮নং ওয়ার্ড গোরস্থান নোয়াপাড়ার আবদুল খালেকে পুত্র।
সংঘর্ষের ঘটনায় নিহতের ভাই আবদুল জব্বার ৫৫, আবদুর রহমান ৬০ এবং নিহত ওসমান গনির পুত্র মোজাহিদ (১৩) গুরুতর আহত হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নিহতের শ্যালক মোহাম্মদ ইব্রাহিম বলেন, লোহাগাড়া উপজেলার পার্শ্ববর্তী ইউনিয়ন বান্দরবান জেলার লামা উপজেলার সরই ইউনিয়নের জায়গা নিয়ে কবির আহমদ গংদের সাথে নিহত ওসমান গনির পরিবারের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
এরই ধারাবাহিকতায় আজকে সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং এতে ওসমান গনিকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
সংঘর্ষের ঘটনায় বান্দরবান জেলার লামা উপজেলার সরই ইউনিয়নের ১নং ওয়ার্ড হাসনাপাড়ার মৃত নজু মিয়ার পুত্র কবির আহমদ (৭০) ও তার পুত্র জাহাঙ্গীর আলম (৩০), আবু হানিফ (২১) এবং কন্যা নুরুন্নিছা (৩৫) আহত হয়েছেন। রিপোর্ট লেখা পর্যন্ত তাঁরা লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান, লামা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নুরুল আনোয়ার লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হন।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার জামসেদ গিয়াসউদ্দিন বলেন, গুরুতর অবস্থায় ৪ জন সহ ৮ জনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তাদের মধ্যে ওসমান গনি নামের একজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ২ জন আমাদের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান বলেন, নিহতের বাড়ি লোহাগাড়ায় হলেও ঘটনাস্থল লোহাগাড়ার পার্শ্ববর্তী লামা উপজেলার সরই ইউনিয়নে।
লামা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নুরুল আনোয়ার বলেন, জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে গাছ কাটা নিয়ে উভয়পক্ষের সংঘর্ষের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে আমাদের তদন্ত অব্যাহত আছে, তদন্ত পূর্বক যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com