খাগড়াছড়ি:- ভোট বর্জনের পক্ষে লিফলেট বিতরণের সময় খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছারসহ তিন নেতা গ্রেফতার করেছে পুলিশ। পরে টমটম পোড়ানোর পুরনো মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
গ্রেফতারকৃত অপর নেতাকর্মীরা হলেন, খাগড়াছড়ি পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান সাগর।
বিএনপির দাবি, উপজেলা পরিষদ নির্বাচনে ভোট বর্জনের পক্ষে জনমত তৈরির লক্ষে বৃহস্পতিবার (১৬ মে) দুপুর ১২ টার দিকে বিএনপির নেতা এম এন আবছারের নেতৃত্বে আদালত সড়কে বিএনপির নেতাকর্মীরা লিফলেট বিতরণ করছিল। এ সময় খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভির হাসানের নেতৃত্বে তিন বিএনপির নেতাকে আটক করা হয়।
প্রায় পৌনে তিন ঘণ্টার পর খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভির হাসান বলেন, খাগড়াছড়ি শহরে দুটি টমটম পোড়ানোর মামলায় এদের গ্রেফতার দেখানো হয়েছে। যার মামলা নং ১১,খাগড়াছড়ি সদর থানা,১৫/০৫/২০২৪ ইং। তবে কোন স্থানে এই টমটম পোড়ানো হয়েছে তিনি জানাতে পারেনি।
এদিকে বিএনপির নেতা এম এন আবছার তিন শীর্ষ নেতাকে গ্রেফতারের ঘটনায় বিএনপির নেতাকর্মীদের উত্তেজনা বিরাজ করছে।
খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া মিথ্যা ও সাজানো মামলায় এম এন আবছারসহ গ্রেফতার নেতাকর্মীদের নি:শর্ত মুক্তির দাবি জানিয়ে বলেন, গ্রেফতার, নিপীড়ন ও নির্যাতন চালিয়ে আন্দোলন দমানো যাবে না। তিনি গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি না দিলে খাগড়াছড়ি অচল করে দেওয়া হবে হুঁশিয়ারি উচ্চারণ করেন।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com