ডেস্ক রির্পোট:- রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কঠিন সিদ্ধান্ত নিচ্ছেন। প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুকে মন্ত্রীর পদ থেকে সরিয়ে নিরাপত্তা পরিষদের সচিবের দায়িত্ব দেওয়ার প্রস্তাব করেছেন তিনি।
প্রেসিডেন্ট হিসেবে পঞ্চম দফায় দায়িত্ব নেওয়ার পর মন্ত্রিসভা পুনর্গঠনের অংশ হিসেবে এ প্রস্তাব করেন পুতিন। খবর বিবিসির।
সের্গেই শোইগুর স্থানে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে আন্দ্রেই বেলোসভের নাম প্রস্তাব করেছেন রুশ প্রেসিডেন্ট। তবে বেলোসভের প্রার্থিতা রুশ পার্লামেন্টের উচ্চকক্ষে অনুমোদিত হতে হবে।
রাশিয়ার আইন অনুযায়ী, প্রেসিডেন্ট হিসেবে পুতিনের দায়িত্ব নেওয়ার পর মঙ্গলবার পুরো মন্ত্রিসভা পদত্যাগ করবে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রোববার বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ইতোমধ্যে প্রতিরক্ষামন্ত্রীর পদটি কোনো বেসামরিক লোকের হাতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কারণ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ‘নতুন নতুন উদ্ভাবন এবং অত্যাধুনিক ধ্যান-ধারণা প্রয়োজন।’
সের্গেই শোইগুকে ২০১২ সালে প্রতিরক্ষামন্ত্রী করা হয়েছিল। এর দুই বছর আগে ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপ দখল করে রাশিয়া। শোইগু ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধে মুখ্য ভূমিকা পালন করেছেন।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com