রাঙ্গামাটি:- রাঙ্গামাটির লংগদুতে সংরক্ষিত বন দখল করে গড়ে তোলা অবৈধ খামারবাড়ি উচ্ছেদ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার পাবলাখালী রেঞ্জের রাঙ্গীপাড়া মৌজায় পরিচালিত অভিযানে সংরক্ষিত বনে গড়ে তোলা খামারবাড়ির অবৈধ স্থাপনা ভেঙে দেয় বন বিভাগ।
উচ্ছেদ অভিযান পরিচালনা করেন লংগদু উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইফুল ইসলাম। এসময় উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) শ্যামল কুমার মিত্র উপস্থিত ছিলেন। অভিযানে বিজিবি ৩৭ ব্যাটালিয়ন ও গুলশাখালী পুলিশ ফাঁড়ির সদস্যরা সহযোগিতা করেন।
স্থানীয়রা জানান, দুলাল হোসেন (মায়া পাগলা) নামের একজন স্থানীয় প্রভাবশালী ব্যক্তি প্রায় ৭–৮ বছর আগে বন বিভাগের আগর বাগান দখল করে খামারবাড়ি তৈরি করেন। যেখানে দেশি জাতের গরু, ছাগল, মুরগি ও মাছ চাষ করেন। এছাড়াও প্রায় আট একর জায়গা জুড়ে আম, মাল্টা ও পেঁপে বাগান গড়ে তোলেন।
উচ্ছেদ অভিযানের বিষয়টি নিশ্চিত করে পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের পাবলাখালী রেঞ্জ কর্মকর্তা সজীব মজুমদার জানান, পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের পাবলাখালী রেঞ্জের রাঙ্গীপাড়া মৌজায় বন বিভাগের বেশ কিছু জমি স্থানীয় প্রভাবশালীরা দখল করে অবৈধ স্থাপনা গড়ে তুলেছে। পরে বন বিভাগ বাধা দিলে দখলকারীরা আদালতের স্মরণাপন্ন হয়। আদালতে বিষয়টি মীমাংসা করে অবৈধ দখল উচ্ছেদের আদেশ দেন। বুধবার নির্বাহী ম্যাজিস্ট্রেট অবৈধ দখলদারের সকল স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেন। এছাড়াও দখলকৃত জমিতে বনায়ন করা হয়েছে। অবৈধ দখলদারের বিরুদ্ধে আমাদের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com