রাঙ্গামাটি:- রাঙ্গামাটিতে বিদেশী মদের চালানসহ দুই মদ ব্যবসায়িকে গ্রেফতার করেছে রাঙ্গামাটির ডিবি পুলিশ কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সন্ধ্যায় রাঙ্গামাটি শহরের প্রবেশ মুখ মানিকছড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে বিদেশী বিভিন্ন ব্রান্ডের ৫২ বোতল মদ জব্দ করার পাশাপাশি মাদক ব্যবসায়ি সাধন মনি চাকমা(৪২) ও কাজল পাল(৪০)কে গ্রেফতার করা হয়েছে বলে জেলা পুলিশ কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
রাঙ্গামাটি জেলা ডিবি পুলিশের ওসি মানস বড়ুয়া জানিয়েছেন, বৃহস্পতিবার (০৯ মে ২০২৪ খ্রি:) জেলা গোয়েন্দা শাখা(ডিবি) পুলিশের একটি টিম বিশেষ মাদকদ্রব্য উদ্ধার অভিযানের ডিউটি করাকালে অভিযান পরিচালনাকারী দল মানিকছড়ি চেকপোস্ট দিয়ে বিদেশী মদের চালান রাঙ্গামাটিতে আসতেছে মর্মে গোপন সংবাদ পায়।
উক্ত সংবাদ প্রাপ্তির সাথে সাথেই রাঙ্গামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বিপিএম (বার) মহোদয়ের দিক-নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শাহনেওয়াজ রাজু, বিপিএম-পিপিএম এর তত্ত্বাবধানে উক্ত ঘটনাস্থল মানিকছড়িতে ডিবি পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনাকালে সাপছড়ি ইউপিস্থ ০২নং ওয়ার্ড এর মানিকছড়ি পুলিশ চেকপোস্টের সামনে পাকা রাস্তার উপর থেকে ৫২(বায়ান্ন) বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশী মদ উদ্ধারসহ সাধনমনি চাকমা(৪২), ও কাজল পাল(৪০) নামের দু’জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ডিবি পুলিশের ওসি মানস বড়ুয়া।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com