ডেস্ক রির্পোট:- চীন বিষয়ে বিশেষজ্ঞ ডেভিড স্লেটন মেইলিকে বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি একসময় ঢাকায়ও মিশন উপ-প্রধান হিসেবে কাজ করেছেন।
চীনে মার্কিন দূতাবাসের উপ-প্রধান হিসেবে কর্মরত ডেভিডের নিয়োগের বিষয়টি বৃহস্পতিবার (৯ মে) হোয়াইট হাউজ থেকে ঘোষণা দেওয়া হয়। নিয়ম অনুযায়ী সিনেটের অনুমোদন সাপেক্ষে তিনি বাংলাদেশের রাষ্ট্রদূত হবেন। তিনি পিটার হাসের স্থলাভিষিক্ত হবেন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই কর্মকর্তা চাইনিজ, ইউক্রেনিয়ান ও ফ্রেঞ্চ ভাষার ওপর পড়াশোনা করেছেন। তিনি কিয়েভ, হংকং, তাইওয়ান ও গিনিতে কাজ করেছেন। এ ছাড়া ওয়াশিংটনে তিনি বিভিন্ন পদে কর্মরত ছিলেন।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com