খাগড়াছড়ির:- খাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যোগে জনসাধারণের মাঝে মানবিক সহায়তা প্রদানসহ মোহাম্মদপুর বড়ঝলা এলাকায় তিন হাজার লোকের যাতায়াতের পথ সুগম করার লক্ষ্যে জোনের উদ্যোগে নির্মিত একটি কাঠের অস্থায়ী ব্রিজ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ মে) মাটিরাঙ্গা সেনা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান ব্রিজের উদ্বোধন করেন।
এসময় জোনের উপ-অধিনায়ক মেজর মো. মুরাদ হোসাইন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এছাড়া জোনের আওতাধীন শিশকবাড়ি আর্মি ক্যাম্প এলাকায় অসহায় দরিদ্র ব্যক্তিদের চিকিৎসার জন্য আর্থিক অনুদান, পরশুরাম ঘাট আর্মি ক্যাম্প এলাকায় ঘর নির্মাণের জন্য ঢেউটিন প্রদান করা হয়েছে। এদিকে মাটিরাঙ্গা থিয়েটারের উদ্বোধন করেন জোন অধিনায়ক কামরুল হাসান। এসময় মাটিরাঙ্গা থিয়েটারকে প্রায় দুই লাখ টাকার বাদ্যযন্ত্র উপহার দেন তিনি।
মন্দির সংস্কারে আর্থিক অনুদান, এলাকার উন্নয়নে মাটিরাঙ্গা জোন কর্তৃক পরিচালিত কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণ সেন্টারে সার্টিফিকেট ও পুরস্কার প্রদান করা হয়।
এ সময় জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান বলেন, এলাকার উন্নয়নে সেনাবাহিনী বিভিন্ন ধরণের উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com