খাগড়াছড়ি:- খাগড়াছড়ির দীঘিনালায় আগুনে পুড়ে গেছে ২১ দোকান ঘর। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার মেরুং ইউনিয়নের কাঠাঁল বাগান এলাকায় এই ঘটনা ঘটে। দুই ঘটনায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
মেরুং ইউনিয়নে চেয়ারম্যান মাহমুদা বেগম লাকি বলেন, দুপুরের দিকে ইজিবাইক বা টমটমের ব্যাটারিতে চার্জ দেওয়ার সময় আগুনের সূত্রপাত। মুর্হূতের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পরে। এতে এক ব্যবসায়ীর ফুলঝাড়ুর গুমাদ পুড়ে ছাই হয়ে যায়। এতে তার অন্তত ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এছাড়া আগুনে অন্তত ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটা ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। তবে আশপাশে পানির উৎস না থাকায় আগুন নেভাতে সময় বেশি লাগে।
দীঘিনালা ফায়ার সার্ভিসের সহকারী স্টেশন কর্মকর্তা রুবেল ত্রিপুরা বলেন,‘ বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে ২১টি দোকন সর্ম্পূণ পুড়ে গেছে। আশপাশে পানি না থাকায় দূর থেকে পাইপ লাইনের মাধ্যমে পানি এনে আগুন নিয়ন্ত্রণে আনতে হয়েছে। প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকান্ডে ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com