ডেস্ক রির্পোট:- ৮০ বছরের রেকর্ড ভেঙে ব্রাজিলে বন্যা, মৃতের সংখ্যা বেড়ে ৫৭
টানা কয়েক দিনের প্রবল বর্ষণে ব্রাজিলের দক্ষিণ রাজ্য রিয়ো গ্রান্দে দোসুল তলিয়ে গেছে। ছবি: রয়টার্স
টানা কয়েক দিনের প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় ব্রাজিলের দক্ষিণ রাজ্য রিয়ো গ্রান্দে দোসুল তলিয়ে গেছে। প্রবল বৃষ্টিপাতে এখন পর্যন্ত অন্তত ৫৭ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় প্রশাসন সূত্রে গতকাল শুক্রবার (৪ মে) জানানো হয়, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।
জানা যায়, এ বারের বিপর্যয় ১৯৪১ সালের ভয়ঙ্কর বন্যাকেও ছাপিয়ে গিয়েছে।
রিয়ো গ্রান্দে দো সুল ছাড়াও দক্ষিণাংশের কয়েকটি শহরে জলস্তর ১৫০ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে।
রিয়ো গ্রান্দে দো সুল-এর নাগরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছেন, শহরের ৬৮ জন বাসিন্দা এখনও নিখোঁজ রয়েছে। এবং কমপক্ষে ২৪ হাজার মানুষ ঘর ছাড়া হয়েছেন। উরুগুয়ে এবং আর্জেন্টিনার সীমান্তবর্তী রাজ্যের ৪৯৭টি শহরে অর্ধেকেরও বেশি অংশ ঝড়ের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
লাগাতার বৃষ্টির জেরে বিপদসীমার ওপর দিয়ে বইছে সান্তা মারিয়া নদীর জল। ভেসে গিয়েছে নদীর ওপরে থাকা সেতুটিও। রাজধানী পোর্তো অ্যালেগ্রির ওপর দিয়ে বয়ে যাওয়া গুয়াইবা নদীর তীরেও ভাঙন দেখা দিয়েছে।
মৃতের সংখ্যা বাড়তে পারে এমন আশঙ্কা প্রকাশ করে রাজ্যের গভর্নর এদোয়ার্দো লেইতে বলেছেন, ‘আগামী কয়েক দিনে আমরা অন্যান্য এলাকায় পৌঁছতে সক্ষম হব।
তখন মৃতের সংখ্যা বাড়তেও পারে।’
সূত্র: ইয়াহু নিউজ
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com