ডেস্ক রির্পোট:- রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোত্রুেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সংগঠক আর্জেন্ট চাকমা (রুপম) সংগঠন থেকে বিদায় নিয়েছেন। এ বিষয়ে রুপম চাকমা নিজে স্থানীয় গণমাধ্যমে একটি বিজ্ঞপ্তি পাঠিয়ে নিশ্চিত করেন। এছাড়াও নিজের ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যমেও ইউপিডিএফ ত্যাগের ঘোষণা দেন তিনি।
রবিবার (৫ মে) ভোরে তিনি বিজ্ঞপ্তিতে দল ত্যাগের দাবী করেন।
বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন দীর্ঘ ১৫ বছর ধরে পার্টিতে কাজ করে আসছিলেন। বর্তমানে পরিবারের ভরণ পোষণ ও ছেলে-মেয়েদের ভবিষ্যৎ জীবনের কথা চিন্তাভাবনা করে নিজের ইচ্ছায় পার্টি থেকে পদত্যাগ করে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন।
তিনি আরো বলেন, পার্টিতে থাকাকালীন যে আর্দশ ও শিক্ষা পেয়েছেন তা সারাজীবন লালন পালন করবেন। তবে তিনি এই মুহূর্তে কোথায় আছেন সে বিষয়ে বিস্তারিত কিছুই উল্লেখ করেননি।
এছাড়া তিনি দাবি করেন পার্টিতে থাকাকালীন অনেক গরীব অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কাউকে নতুন ঘর নির্মাণ আবার কাউকে নগদ আর্থিক সহযোগিতা করে পাশে থাকার চেষ্টা করেছেন।
আর্জেন্ট চাকমা সাজেক ইউনিয়নের বাঘাইহাট বালুঘাট গ্রামের বাসিন্দা। সে পাত্তর মনি চাকমার বড় ছেলে।
তার এই দল ত্যাগের বিষয়ে জানতে রুপম চাকমার মুঠোফোনে একাধিকবার চেষ্টা চালিয়ে পাওয়া যায়নি। এবং এখন পর্যন্ত ইউপিডিএফ থেকেও কোন বিবৃতি দেয়া হয়নি।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com