ডেস্ক রির্পোট:- আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে ‘ডামি’ উল্লেখ করে তা বর্জনের আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল রোববার রাজধানীর বেইলি রোডে লিফলেট বিতরণ কর্মসূচিতে রিজভী এই আহ্বান জানান। উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে বিএনপি এই কর্মসূচি পালন করে। চার ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন।
রুহুল কবির রিজভী বলেন, ৭ জানুয়ারির মতো সরকার উপজেলাতেও ডামি নির্বাচন করছে। কারণ, গণতন্ত্রকামী কোনো দল এই নির্বাচনে অংশগ্রহণ করছে না। দেশের জনগণকে উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ডামি সরকারের অধীন ডামি নির্বাচনে কেউ অংশগ্রহণ করবেন না। তিনি বলেন, দেশের জনগণ ভোট দিতে পারে না। পছন্দের প্রতিনিধি বানাতে পারে না। ব্যাংক লুট ও বিদেশে টাকা পাচারের জন্য বর্তমান সরকার এ পরিস্থিতি সৃষ্টি করেছে।
রিজভী বলেন, নির্বাচনে ভোটারদের কোন অধিকার নেই, তারা তাদের পছন্দ মতো জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারে না। ভোট দিয়ে তারা সরকার পরিবর্তন করতে পারে না। এই পরিস্থিতি কেন করেছে? করছে এই জন্যই। প্রধানমন্ত্রী এই দেশের সম্রাজ্ঞী হয়ে থাকবেন, সে জন্য।
এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম, যুবদলের সহ-সভাপতি জাকির হোসেন সিদ্দিকী, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহিদুল কবির, যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, বিএনপি নেতা জাকির হোসেন, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এজমল হোসেন পাইলট, তারেক উজ জামান তারেক, সিনিয়র যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সহ-সভাপতি ওমর ফারুক কাওসার, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান আউয়াল, সহ-সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মিশু, ঢাবি ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, যুগ্ম সম্পাদক রাজু আহমেদ, তিতুমীর কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমাম হোসেন, যুগ্ম সম্পাদক আব্দুল হামিদ, ঢাকা কলেজ ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক শাহ পরান, ছাত্রদল নেতা মিরাজ হোসেন, ডাঃ মুশফিক, আশরাফুল আসাদ-সহ নেতৃবৃন্দ।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com