রাঙ্গামাটি:- রাঙ্গামাটির কাপ্তাই হ্রদ ড্রেজিং এর মাধ্যমে নাব্যতা ফিরিয়ে এনে কাপ্তাই হ্রদের মাছের সোনালী অতীত ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান এমপি। তিনি আজ রাঙ্গামাটিতে কাপ্তাই হ্রদে রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত ও জেলেদের মাছ শিকার বন্ধকালীন তিন মাসের ভিজিএফ কার্ড ও খাদ্য বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন। তিনি বলেন, কাপ্তাই হ্রদের ড্রেজিংএর বিষয়ে সহসা কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।
অনুষ্ঠানে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান সাঈদ মাহমুদ বেলাল হায়দর, রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার , বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক মো: জুলফিকার আলী, নৌ পুলিশের অতিরিক্ত আইজি মোঃ আবদুল আলীম মাহমুদ , মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিন, সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ।
এবছর কাপ্তাই হ্রদে ৬৫ মে.টন রুই মাছের পোনা অবমুক্ত করা হবে। একইসাথে প্রায় ২৭ হাজার জেলেকে ভিজিএফ কার্ড বিতরণ করা হবে। মাছ ধরা বন্ধের তিন মাস সময়ে প্রতি কার্র্ডের বিপরীতে ২০ কেজি চাল দেয়া হবে ।
উল্লেখ্য প্রতিবছর কাপ্তাই হ্রদে মাছের প্রকৃতিক প্রজনন ও বংশ বৃদ্ধির জন্য মে থেকে জুলাই পর্যন্ত ৩ মাস মাছ শিকার বন্ধ রাখা হয় । এ বছর কাপ্তাই হ্রদ হতে ১৮ হাজার মৎস্য আহরনের বিপরীতে ১৫ কোটি টাকা রাজস্ব আয় করেছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন ।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com