রাঙ্গামাটি:- রাঙ্গামাটির বাঘাইছড়িতে ভারি বৃষ্টিতে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২ মে) রাতে উপজেলার বাঘাইছড়ি দীঘিনালা সড়কের দুইটি নামক স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটে। এ সময় বাঘাইছড়ির সঙ্গে সারাদেশের যান চলাচল বন্ধ হয়।
শুক্রবার (৩ মে) সকাল থেকে কোন যানবাহন বাঘাইছড়ি ছেড়ে আসতে পারেনি ও বাঘাইছড়িতে ঢুকতেও পারেনি।
বিষয়টি নিশ্চিত করে বাঘাইছড়ি ইউএনও শিরিন আক্তার জানান, ভারি বৃষ্টিতে পাহাড় ধসে এই সড়কে যান চলাচল বন্ধ আছে। তবে মাটি সরানোর কাজ চলছে।
খাগড়াছড়ির সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী তৌহিদুল বারী জানান, গতকালের ভারীবৃষ্টিতে দীঘিনালা সড়কের জামতলী বেইলি ব্রিজটি নরবরে হয়েছে।
তিনি জানান, ব্রিজটির মেরামতের কাজ চলছে। সেটি ঠিক হলে, পাহাড় ধসের মাটি সরানোর গাড়ি খাগড়াছড়ি থেকে পাহাড় ধসের স্থলে যেতে পারবে। এতে একটু সময় লাগতে পারে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com