বান্দরবান:- রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতির ঘটনায় নতুন গজিয়ে ওঠা সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সন্ত্রাসীর নতুন করে আরো এক নারী গ্রেফতারসহ মোট ১৪ জনকে রিমান্ড শেষে কারাগারে প্রেরণ করেছে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। এই ঘটনায় নতুন করে জেসি জিংরিনহ পার বম নামে এক নারীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বুধবার (১ মে) দুপুরে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের তোলা হলে শুনানি শেষে আসামিদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন বিচারক নাজমুল হোসেন।
আদালতে সূত্র জানা যায়, রুমা ও থানচি দুই উপজেলার ব্যাংক ডাকাতির এবং অস্ত্র লুটপাটের ঘটনায় নতুন করে জেসি জিংরিনহপার বম নামে আরো এক নারীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সকালে গ্রেপ্তারকৃত নারীকে আদালতে তোলা হলে কারাগারে প্রেরণে নির্দেশ দেন।
অন্যদিকে গ্রেপ্তারকৃতদের দুইদিন রিমান্ডের শেষে ১৩ জনকে কেএনএফ সদস্যদের আদালতে তোলা হয়। পরে নতুন আটকসহ মোট কেএনএফ সদস্য ১৪ জনকে কারাগারে প্রেরণের আদেশ দেন আদালত। এ নিয়ে কেএনএফের সংশ্লিষ্টতার সন্দেহে ২০ জন নারীসহ মোট আটকের সংখ্যা দাঁড়ালো ৭৯ জন।
আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) বিশ্বজিৎ সিংহ বলেন, নতুন এক নারী গ্রেপ্তারসহ দুইদিন রিমান্ড শেষে আদালতে তোলা হলে ১৪ জন কেএনএফ সদস্যদের কারাগারে পাঠানো নির্দেশ দিয়েছেন আদালত।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com