রাঙ্গামাটি:- রাঙ্গামাটিতে দীর্ঘ নয় বছর পর জেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। তবে সম্মেলন অনুষ্ঠিত হলেও প্রার্থীদের নিয়ে কোন নির্বাচন অনুষ্ঠিত হয়নি। কোন কমিটি ঘোষণাও করেননি কেন্দ্রীয় ছাত্রলীগ।
সোমবার (২৯ এপ্রিল) দুপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইন্সটিটিউট প্রাঙ্গণে সম্মেলনের উদ্বোধন করেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী। প্রধান বক্তার বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। এসময় সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শাহেদ খান, ইবনুল এম হাসান বক্তব্য রাখেন।
এসময় কেন্দ্রেীয় ছাত্রলীগ, জেলা এবং উপজেলা ছাত্রলীগের সাবেক এবং বর্তমান কমিটির অন্যান্য নেতৃবৃন্দ এবং জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত আছেন।
সংগঠনটির জেলা কমিটির এবারের সম্মেলনে সভাপতি, সাধারণ সম্পাদক দু’টি পদে অর্ধশত করে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলো।
এর আগে জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে সম্মেলনের সূচনা করা হয়।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com