খাগড়াছড়ি:- খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইয়ে প্রাথমিকভাবে বাতিল হওয়া চেয়ারম্যান পদপ্রার্থী ধর্মজ্যোতি চাকমা, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. মজিবর ফরাজি ও সুসময় চাকমা আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন।
সোমবার (২৯ এপ্রিল) দুপুরে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে প্রার্থীদের আপিল শুনানি শেষে তাদের প্রার্থিতা বৈধ ঘোষণা করেন জেলা প্রশাসক মো. শহিদুজ্জামান।
এর আগে গত ২৩ এপ্রিল (মঙ্গলবার) খাগড়াছড়ি নির্বাচন কমিশন কার্যালয়ে মনোনয়ন যাচাইবাছাইয়ে নির্বাচনী হলফ নামায় মামলাসংক্রান্ত তথ্য গোপন রাখায় চেয়ারম্যান পদপ্রার্থী ধর্মজ্যোতি চাকমা, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. মজিবর ফরাজি ও সুসময় চাকমার মনোনয়নপত্র প্রাথমিকভাবে বাতিল করে রির্টানিং কর্মকর্তা। এরপর বৈধতা চ্যালেঞ্জ করে আপিলের মাধ্যমে প্রার্থিতা ফিরে পান তারা।
এবারে দীঘিনালা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দুজন, ভাইস চেয়ারম্যান পদে চারজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুজনসহ মোট আটজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রার্থীরা হলেন, চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান মো. কাশেম ও ধর্মজ্যোতি চাকমা, ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মো. মোস্তফা কামাল, মো. মজিবর ফরাজি, সুসময় চাকমা ও মো. সোলায়মান। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান ও বিলকিস বেগম।
তপশিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৩০ এপ্রিল (মঙ্গলবার) এবং প্রতীক বরাদ্দ আগামী ২ মে (বৃহস্পতিবার)। পরে প্রার্থীদের প্রচার-প্রচারণা শেষে আগামী ২১ মে (মঙ্গলবার) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com