রাঙ্গামাটি:- কাপ্তাই-চট্টগ্রাম সড়কে বাস পোড়ানোর প্রতিবাদে বৃহত্তর চট্টগ্রাম বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে রাঙ্গামাটিতে ৪৮ ঘণ্টার ধর্মঘট পালন করছে বাস মালিক-শ্রমিকরা।
রোববার (২৮ এপ্রিল) সকাল থেকে ৪৮ ঘণ্টার ধর্মঘটের কারণে রাঙ্গামাটি-চট্টগ্রাম, রাঙামাটি-খাগড়াছড়ি, রাঙামাটি-বান্দরবানসহ অভ্যন্তরীণ কোনো রুটে কাউন্টার থেকে বাস ছেড়ে যায়নি। সকাল থেকে সব রুটের বাস কাউন্টারগুলো বন্ধ রয়েছে।
এ ছাড়াও সকালে বিআরটিসি বাস চট্টগ্রাম থেকে রাঙ্গামাটি ছেড়ে আসলেও রাঙ্গামাটি থেকে কোনো বিআরটিসি বাস ছেড়ে যাচ্ছে না।
এতে দুর্ভোগে পড়েছেন রাঙ্গামাটির বিভিন্ন উপজেলা থেকে চট্টগ্রাম যাওয়ার উদ্দেশে আসা যাত্রীরা এবং রাঙ্গামাটি চট্টগ্রামসহ খাগড়াছড়ি ও বান্দরবানের যাত্রীরা।
তবে এতে বাড়তি ভাড়া গুনলে সিএনজি অটোরিকশাযোগে রাঙ্গামাটি থেকে রানীহাট ও চট্টগ্রাম বিআরটিএ পর্যন্ত যাওয়া যাচ্ছে।
সিএনজি অটোচালক রাকিব জানান, বাস চলছে না তাই সিএনজি রানীহাট পর্যন্ত ভাড়া নিয়ে যাচ্ছি।
জুরাছড়ি থেকে আসা যাত্রী রুপায়ন চাকমা জানান, আমি জুরাছড়ি থেকে ভোরে রওনা দিয়ে হ্রদে পানি না থাকায় সাড়ে ১১টায় কয়েকটি নৌকা পাল্টে সদরে এসেছি। চট্টগ্রামে আমার একটা কাজ আছে, আজকেই যেতে হবে। কিন্তু এখানে এসে দেখি বাস চলছে না। এখন সিএনজিযোগে ভেঙে ভেঙে যেতে হবে। খরচ দ্বিগুণ পড়বে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com