রাঙ্গামাটি:- রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা ফুটবল অ্যাকাডেমির ৩য় বর্ষপূর্তি উদ্যাপন উপলক্ষে ফাইনাল খেলা,পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান কাচালং সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
বাঘাইছড়ি পৌরসভার মেয়র মো. জমির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২৭ বিজিবি ও মারিশ্যা জোনের অধিনায়ক লে. কর্নেল আতিকুর রহমান পদাতিক।
বিশেষ অতিথিরা ছিলেন, রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য প্রিয়নন্দ চাকমা, ২৭ বিজিবি’র সহকারী পরিচালক আজিমূল হক পিবিজিএম, কাচালং সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দূল কাইয়ুম, থানার ওসি তদন্ত দৌস মোহাম্মদ, প্রেস ক্লাব সভাপতি দীলিপ দাশ, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ ও পৌর কাউন্সিলর বাহার উদ্দিন সরকার।
অনুষ্ঠানে বর্ষপূর্তি উদ্যাপনের কেক কাটা ও ফুটবল খেলার উদ্বোধন শেষে পুরস্কার বিতরণকালে বাঘাইছড়ি ফুটবল অ্যাকাডেমির সুন্দর আয়োজন, পুরুষ-মহিলাদের মনোমুগ্ধকর ফুটবল খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য বাঘাইছড়ি ফুটবল একাডেমিকে ধন্যবাদ ও প্রতিষ্ঠানটির সাফল্য কামনাসহ প্রয়োজনীয় সহযোগিতা দানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি ও মারিশ্যা জোনের অধিনায়ক লে. কর্নেল আতিকুর রহমান পদাতিক।
আয়োজিত পুরুষ ফুটবলে খেদারমারা ইউনিয়ন শাখা ফুটবল একাডেমিকে ২-০ গোলে পরাজিত করে বাঘাইছড়ি পৌরসভা ফুটবল একাডেমি বিজয়ী হয়েছে এবং মহিলা ফুটবলে ট্রাইবেকারে খেদারমারা ইউনিয়ন শাখা ফুটবল একাডেমিকে ৪-৩ গোলে পরাজিত করে বঙ্গলতলি ইউনিয়ন শাখা ফুটবল একাডেমি বিজয়ী হয়েছে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাঘাইছড়ি উপজেলা ফুটবল অ্যাকাডেমির সভাপতি মোক্তার হোসোন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদসহ অনুষ্ঠানের বিশেষ অতিথিবৃন্দ, সভাপতি ও প্রধান অতিথি মারিশ্যা জোন কমান্ডার। অতিথিদের মধ্যে খেলা পরিচালনা করেছেন, প্রধান রেফারি লোকমান হোসেন, সহকারী রেফারি আনিসুল হক ও রিদুয়ান আরেফিন সিয়াম।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com