রাঙ্গামাটি:- রাঙ্গামাটির কাপ্তাই থানা পুলিশ অভিযান চালিয়ে আড়াইশ গ্রাম গাঁজাসহ ২ জনকে আটক করা হয়েছে। আটককৃত শামসুল হক টাকু (৬০) এবং ফুল বানু (৪৫) সম্পর্কে স্বামী স্ত্রী বলে জানান পুলিশ। তাঁরা কাপ্তাই উপজেলার নতুনবাজার ঢাকাইয়া কলোনির বাসিন্দা বলে জানান থানার ওসি আবুল কালাম ।
ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৬ এপ্রিল) রাতে থানার এসআই মোঃ ফিরোজ আলম এবং সঙ্গীয় পুলিশ ফোর্স কাপ্তাই ঢাকাইয়া কলোনী এলাকায় বিশেষ অভিযান চালায়ি ২৫০ গ্রাম গাঁজা সহ তাদেরকে আটক করে। তারা উভয়ে দীর্ঘদিন ধরে মাদকের কারবারে জড়িত বলে পুলিশ জানান।
নিজ হেফাজতে অবৈধ মাদক রাখার অপরাধে তাদের বিরুদ্ধে কাপ্তাই থানায় মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আটক আসামীদের শনিবার রাঙামাটি জেলা বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে বলে পুলিশ জানান।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com