রাঙ্গামাটি:- দেশের তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি,খাগড়াছড়ি ও বান্দরবানে এনজিওগুলো যেসব কার্যক্রম পরিচালনা করছে, সেগুলোর উদ্দেশ্য ও বাজেটসংক্রান্ত তথ্য জেলা পরিষদ ও আঞ্চলিক পরিষদকে জানাতে বলেছে সংসদীয় কমিটি। কমিটির বৈঠকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার রঙ্গোমাটি জেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ওই বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি বীর বাহাদুর উ শৈ সিং। বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সদস্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা, দীপংকর তালুকদার, শেখ আফিল উদ্দিন, মো. মঈন উদ্দিন, বেগম জ্বরতী তঞ্চঙ্গ্যা প্রমুখ।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com