রাঙ্গামাটি:- দেশের অন্যান্য অঞ্চলের মতো তীব্র তাপদাহে পুড়ছে পার্বত্য জেলা রাঙ্গামাটি। এতে জনজীবন স্থবির হয়ে পড়ছে। হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। এইবার তীব্র তাপদাহ থেকে বাঁচতে জেলা স্বাস্থ্য বিভাগ সাধারণ মানুষদের সচেতন করে তুলতে প্রচারণামূলক লিফলেট বিতরণ করছে।
বুধবার (২৪এপ্রিল) সিভিল সার্জন ডা. নূয়েন খীসা শহরের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক প্রচারপত্র বিলি করেন।
এদিকে লিফলেট প্রচারপত্র বিলি ছাড়াও স্বাস্থ্য বিভাগ জেলা শহরের বিভিন্ন স্থানে তীব্র তাপদাহ থেকে বাঁচতে মাইকিং শুরু করছে। অপ্রয়োজনে ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ প্রদান করা হচ্ছে।
এসময় সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা খোকন চাকমা, প্রজেকশনিস্ট তুষার কান্তি দেসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com