রাঙ্গামাটি:- পার্বত্য চট্টগ্রামে উন্নয়নের কমতি নেই। বাংলাদেশে যেভাবে উন্নয়নে হচ্ছে সেই ভাবে পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের গতিধারা এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা. এমপি।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে রাঙ্গামাটি জেলা পরিষদের মিলনায়তনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, সাজেকের মতো জায়গায় সীমান্ত সড়ক নির্মিত হচ্ছে। সেখানে উন্নয়নের জন্য একশো কোটি টাকার টেন্ডার হয়ে গেছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে কাজ করতে হবে জানান পার্বত্য প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রী এসময় কাপ্তাই হ্রদে ড্রেজিং কার্যক্রম খুব শিগরিই দৃশ্যমান হবে বলে জানান।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর ঊশৈসিং এমপি বলেন, প্রাইমারী এবং পর্যটন শিল্পের উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে। এটা পার্বত্য মন্ত্রণালয়ের নিয়ম মাফিক সভা।
এসময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি, মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য জ্বরতী তঞ্চঙ্গ্যা, স্থায়ী কমিটির সদস্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com