ডেস্ক রির্পোট:- টেকনাফের বাহারছড়ায় কোস্ট গার্ডের অভিযানে ৪৫ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ডের একটি দল আজ আনুমানিক ভোর সাড়ে ৪টায় টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া ঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে কচ্ছপিয়া ঘাট সংলগ্ন ঝাউবনে কিছু ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের টর্চ লাইট ও বাঁশির মাধ্যমে থামার সংকেত দেওয়া হয়।
তখন তারা কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে ঝাউবনের ভেতরে ১টি বস্তা ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ওই বস্তা তল্লাশি করে ৪৫ হাজার পিস ইয়াবা ও ১টি দেশীয় অস্ত্র (রামদা) জব্দ করা হয়।
তিনি আরো বলেন, পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে জব্দ করা ইয়াবা ও দেশীয় অস্ত্র টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com