খাগড়াছড়ি:- মাত্র দুই মিনিটের জন্য উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে পারলেন না খাগড়াছড়ি জেলা কারবারি এসোসিয়েশনের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রনিক ত্রিপুরা।
রবিবার (২১ এপ্রিল) মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে তড়িঘড়ি করেও সময় শেষ হয়ে যাওয়ায় অনলাইনে মনোনয়ন পত্র জমা দিতে পারেননি তিনি।
রনিক ত্রিপুরা জানান, সকল কাগজ পত্র তৈরি করে কম্পিউটার দোকানে অনলাইনে সাবমিট করতে গিয়ে সিরিয়ালে শেষে পড়েন তিনি। ৪টা বাজার সাথে সাথেই অনলাইনে আর ঢুকতে পারেননি। দুই মিনিট সময়ের জন্য তার নির্বাচনে প্রার্থী হওয়া হলোনা। পরবর্তীতে ৫টার দিকে রিটার্নিং কর্মকর্তার অফিসে গেলেও সময় শেষ হয়ে যাওয়ায় আর মনোনয়ন জমা দিতে পারেননি।
কম্পিউটারের দোকান মেসার্স বুশরা এন্টারপ্রাইজ এর কম্পিউটার অপারেটর বেলাল হোসেন জানান, রনিক ত্রিপুরার অনলাইনের সকল কাজ করা শেষ হলেও রিটার্ন পেতে দেরি হওয়ায় সাবমিট করতে পারেননি। এর আগেই সার্ভার বন্ধ হয়ে গেছে। আর মাত্র দুই মিনিট সময় পেলেই সাবমিট কমপ্লিট হয়ে যেতো।
দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের খাগড়াছড়ির রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জোনায়েদ কবির সোহাগ বলেন, সার্ভারের সিস্টেম এমন ভাবে তৈরি করা হয়েছে সময় অতিক্রান্ত হওয়ার সাথে সাথেই অটোমেটিকভাবে আপলোড করা বন্ধ হয়ে যাবে। সে ক্ষেত্রে আর কিছুই করার নেই। অনলাইনে ছাড়া মনোনয়ন জমা নেওয়ার অন্য কোনো উপায় নেই।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com