ডেস্ক রির্পোট:- প্রকাশ্য দিবালোকে হাতে সর্টগান নিয়ে জমি-জমা মাপার কাজে বাধা এবং গুলি করে মেরে ফেলার হুমকি প্রদানের অভিযোগ উঠেছে গাজীপুর মহানগরের ১৯ নং ওয়ার্ডের দেশীপাড়া এলাকার স্বেচ্ছাসেবক লীগ নেতা মাছুমের বিরুদ্ধে।
এছাড়াও ঘটনাস্থলে হাতে সর্টগান নিয়ে প্রতিপক্ষকে হত্যার হুমকি প্রদানের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় গাজীপুর সদর মেট্রো থানা পুলিশ ওই স্বেচ্ছাসেবক লীগ নেতার শটগানটি জব্দ করেছেন।
গত শনিবার গাজীপুর মহানগরের সদর থানাধীন দেশীপাড়া এলাকায় জমিজমা দখল সংক্রান্তে এমন কান্ড ঘটান গাজীপুর মহানগরের ১৯ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী রাশেদুজ্জামান মাছুম। জনসম্মুখে হাতে অস্ত্র নিয়ে হত্যার হুমকির ঘটনায় অত্র এলাকাবাসীর মাঝে আতঙ্কের চিহ্ন ফুটে উঠেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায এলাকার হারুন অর রশিন নামের এক ব্যক্তি ও তার পরিবারের সদস্যরা তাদের জমি মাপঝোপ করছিলেন। জমি মাপঝোপকালে মাছুম অস্ত্র হাতে উক্ত জমিতে প্রবেশ করেন এবং জমি মাপার কাছে বাধা প্রদান করেন। এসময় জমি মাপার কাজে বাধা দেয়ার বিষয়ে প্রতিবাদ করেন হারুন অর রশিদ ও তার পরিবারের লোকজন। দুপক্ষের কথা-কাটাকাটির একপর্যায়ে মাছুম তার শর্টগান হারুনের দিকে তাক করে গুলি করে মেরে ফেলার হুমকি দেন।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, দালিলিক ভাবে ওই জমির মালিক হারুন ও তার পরিবার। উক্ত ভিডিওতে বলতে দেখা যায়, ওই জমি স্বেচ্ছাসেবক লীগ নেতা মাসুম দালিলিকভাবে তার বলে দাবি করেন।
উক্ত জমি নিয়ে হারুনের পরিবারের সাথে মাছুমের বিরোধ চলছিল। এ নিয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা ইতোপূর্বে দুপক্ষের মধ্যে আপোষ মীমাংসা করানোর চেষ্টা করেন।
গাজীপুর মহানগরের ১৯ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী রাশেদুজ্জামান মাছুমের ঘটানো এমন ঘটনায় তার সর্টগান জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর মহানগরীর সদর থানার অফিসার ইনচার্জ মো. রাফিউল করীম।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com