খাগড়াছড়ি:- খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলায় লেগেছে নির্বাচনী হাওয়া। রবিবার (২১ এপ্রিল) ছিল উপজেলা নির্বাচনের মনোয়নপত্র দাখিলের শেষ দিন। শেষ পর্যন্ত সর্বমোট সবক’টি পদে ১৩ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন বলে জানা যায়।
যার মধ্যে চেয়ারম্যান পদে ৬, ভাইস চেয়ারম্যান পদে ৫ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।
উপজেলা চেয়ারম্যান প্রার্থী মিটন চাকমা, চন্দ্র দেব চাকমা, শান্তি জীবন চাকমা, কালাচাঁদ চাকমা, সমর বিকাশ চাকমা ও মনেক পুতি চাকমা মনোনয়ন পত্র দাখিল করেছেন।
ভাইস চেয়ারম্যান পদে লোকমান হোসেন, জয়নাথ দেব, সঞ্চয় চাকমা, সৈকত চাকমা ও কিরণ ত্রিপুরা মনোনয়ন পত্র দাখিল করেছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান মনোনয়ন পত্র দাখিল করেছেন মনিতা ত্রিপুরা ও সুজাতা চাকমা। তারা সকলেই নিজেদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে উল্লেখ করেছেন।
আগামী ২৩ এপ্রিল মনোনয়ন পত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন। আপিল ২৪ থেকে ২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি ২৭ থেকে ২৯ এপ্রিল।
প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৩০ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২ মে আর ভোটগ্রহণ হবে ২১ মে। অবশেষে নির্বাচনী মাঠে কে কে থাকছেন সেই অপেক্ষার প্রহর গুনছে পানছড়িবাসী।
খাগড়াছড়ি জেলা নির্বাচন অফিসার মো. কামরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com