ডেস্ক রির্পোট:- জুনে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ও দল গোছাতে এখন থেকেই দেশগুলোর মধ্যে বাড়তি গুরুত্ব পাচ্ছে টি-টোয়েন্টি সিরিজ।প্রস্তুত ঝালিয়ে নেওয়ার অংশ হিসেবে আজ নিউজিল্যান্ডের সঙ্গে পাঁচ ম্যাচ সিরিজের মাঠে নেমেছিল পাকিস্তান।তবে রাওয়ালপিন্ডি এদিন দুই বড় দলের ম্যাচ ছাপিয়ে এদিন আলোচনায় ছিলেন একজন ক্রিকেটার।
এই ম্যাচ দিয়ে দীর্ঘ তিন বছর পাকিস্তানের জার্সিতে ফিরেছেন বাঁহাতি পেসার মোহাম্মদ আমির।দীর্ঘ অবসর ভেঙে ফেরা এই আলোচিত পেসারের দিকে সবার ছিল বাড়তি নজর। তবে একসময়ের এই পেস সেনসশনের ফেরাটা সুখকর হলনা।কেননা দিন বারবার বৃষ্টির হানায় খেলায় চলতে পেরেছে কেবল দুই বল। এরপরই বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে ম্যাচ।
বৃষ্টির কারণে টস হয় নির্ধারিত সময়ের আধা ঘন্টা দেরিতে। এই ম্যাচ দিয়ে নতুন করে শুরু হয়েছে পাকিস্তানের ক্যাপ্টেন হিসেবে বাবর আজম অধ্যায়। টস জিতে ব্যাটিং নেন নিউ জিল্যান্ড অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল।বৃষ্টি বাধায় বারবার বিলম্বের পর মাঠে গড়ায় প্রথম বল।
টিম সাইফার্টের সঙ্গে নিউ জিল্যান্ডের হয়ে ব্যাটিং ইনিংস শুরু করতে নামেন অভিষিক্ত টিম রবিনসন।তবে দুই বল পরেই ফের রাওয়ালপিন্ডিতে বৃষ্টির হানা। তবে এর আগেই দারুণ এক ইনসুইঙ্গারে বোল্ড হয়ে ফেরেন রবিনসন।
এরপর আর আপেক্ষা ফুরোয়নি। নির্ধারিত সময়ের পরেও বৃষ্টি অব্যহত থাকলে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ রেফারি।
আগামী শনিবার একই মাঠে হবে পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয়টি
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com