বিনোদন ডেস্ক:- ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজলরেখা’। মুক্তির এক সপ্তাহের মাথায় নির্মাতা জানালেন, সারা দেশে বিকল্প ব্যবস্থায় কাজলরেখা প্রদর্শনীর পরিকল্পনা চলছে। গত মঙ্গলবার রাজধানীর মহাখালীর এসকেএস টাওয়ারে সিনেমার কলাকুশলীদের নিয়ে কাজল রেখা দেখতে গিয়ে এমন কথা জানান নির্মাতা।
গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘আমি চাই দেশের সবাই কাজলরেখা দেখুক। ঈদে অল্পসংখ্যক হলে সিনেমাটি রিলিজ পেয়েছে। এমনিতেই আমাদের দেশে হলের সংখ্যা কম। অনেক জেলায় কোনো হলই নেই। তারাও সিনেমাটি দেখতে চায়। তাই সিনেমা হলের পাশাপাশি বিকল্প প্রদর্শনীর কথা চিন্তা করছি আমরা। প্রোপার সাউন্ড সিস্টেম, প্রোপার প্রজেকশন সিস্টেম নিয়ে কাজলরেখা দেখানোর পরিকল্পনা চলছে।’
এদিকে মুক্তির পর থেকে অনেকে বলছেন, কাজলরেখা ঈদের সিনেমা হিসেবে উপযুক্ত নয়। এ প্রসঙ্গেও কথা বলেছেন গিয়াস উদ্দিন সেলিম। নির্মাতা বলেন, ‘ঈদের সিনেমা বলে তো আলাদা কোনো সিনেমা হয় না। ঈদের সিনেমার ক্রাইটেরিয়া আসলে কী? আমাদের সিনেমায় তো বিশের অধিক গান আছে। বাংলার গল্পের সিনেমা কি ঈদের সিনেমা হতে পারবে না? ঈদের সিনেমা হতে হলে তামিল, তেলুগু ও বোম্বে লাগবে? তামিল, তেলুগু স্টাইলে সিনেমা বানালেই কি ঈদের সিনেমা হবে? কাজলরেখা বাংলার আপামর জনসাধারণের সিনেমা। যাঁরা হলে সিনেমাটি দেখেছেন, তাঁরা সবাই প্রশংসা করেছেন। সিনেমা শেষ না করে একটা লোকও হল থেকে বের হয়ে যাননি।’
সরকারি অনুদানে নির্মিত কাজলরেখা সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ, মন্দিরা চক্রবর্তী, রাফিয়াত রশিদ মিথিলা, আজাদ আবুল কালাম, সাদিয়া আয়মান প্রমুখ।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com