রাঙ্গামাটি:- গত তিন দিন ধরে রাঙ্গামাটিতে তীব্র তাপদাহ শুরু হয়েছে। গরমের কারণে অস্থির হয়ে পড়ছে জনজীবন। বেলা যত গড়াতে থাকে তাপমাত্রা যেন তত বাড়তে থাকে। বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার রাঙ্গামাটিতে ৪০ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো।
রোববার (১৪ এপ্রিল) জেলায় তাপমাত্রা রয়েছে ৩৮ডিগ্রী সেলসিয়াস।
তীব্র তাপদাহের কারণে খেটে খাওয়া মানুষেরা প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বেড় হচ্ছে না। যে কারণে তারা পড়েছে চরম বিপাকে। গরমে শহরে যানবাহন চলাচল কম করতে দেখা গেছে।
এদিকে ঈদ এবং পহেলা বৈশাখের টানা ছুটিতে বেড়াতে আসা পর্যটকদের তীব্র গরমের কারণে ত্রাহি দশা। দিনের বেলায় পর্যটন স্পটগুলোতে ভিড় নেই বললে চলে। গরম থেকে বাঁচতে আগত পর্যটকরা দিনের বেশিরভাগ সময়ে হোটেল-মোটেলগুলোতে অবস্থান করছে। তবে তাপমাত্রা কমে গেলে বিকেলের দিকে তারা পর্যটন স্পটগুলোতে ছুটে যাচ্ছে।
রাঙ্গামাটি আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের অন্যান্য অঞ্চলের ন্যায় রাঙ্গামাটিতে আরও কয়েকদিন দিন তাপমাত্রা অব্যাহত থাকবে। আজ আকাশ রৌদ্রোজ্জ্বল থেকে আংশিক মেঘলা রয়েছে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com