বান্দরবান:-বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় ব্যাংক ডাকাতি, টাকা ও অস্ত্র লুট, ব্যাংক ম্যানেজার অপহরণের ঘটনায় যৌথ অভিযানে আটক আরও তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
এ নিয়ে মোট ৫৭ কেএনএফ সদস্য ও একজন চালকসহ মোট ৫৮ জনকে কারাগারে পাঠানো হয়েছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে বান্দরবানের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হোছেন তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী ও সিভিল সার্জন মো. মাহাবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
আটককৃতরা হলেন ২ নম্বর রুমা সদর ইউপির ৩ নম্বর ওয়ার্ড ইডেনপাড়া এলাকার লাল চেও বমের মেয়ে লাল রিন ত্লোয়াং বম (২০), ঙুনদাং বমের ছেলে ভান নুয়াম থাং বম (৩৭), লাল মুয়ান বমের ছেলে ভান লাল থাং বম (৪৫)।
কেএনএফ প্রধান নাথান বমের স্ত্রীকে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে স্ট্যান্ড রিলিজকেএনএফ প্রধান নাথান বমের স্ত্রীকে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে স্ট্যান্ড রিলিজ
আদালত সূত্রে জানা যায়, রুমা-থানচিতে ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, টাকা-অস্ত্র লুঠের ঘটানায় তিনজনকে আদালতে উপস্থাপন করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
কোর্ট পুলিশ পরিদর্শক এ কে ফজলু হক বিষয়টি জানান, আদালতের নির্দেশে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
বান্দরবানের রুমা ও থানচির ঘটনায় বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ ও ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের বিভিন্ন ধারায় ৯টি মামলা হয়েছে। কেএনএফের সহযোগী লাল লিয়ান সিয়াম বম ও সংগঠনটির কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয় চেওসিম বমসহ ২০ জন মহিলা ও ৩৮ জন পুরুষসহ মোট ৫৮ জনকে এ পর্যন্ত গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com