ডেস্ক রির্পোট:- ফরিদপুর: ফরিদপুরের চরভদ্রাসনে ছেলেকে বাঁচাতে গিয়ে পদ্মা নদীতে নিখোঁজ বাবা শাহাদাত খানের (৫৫) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
ডুবে যাওয়ার প্রায় ১৭ ঘণ্টা পর বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল ১০ টার দিকে গোপালপুর ঘাট থেকে আধা কিলোমিটার দূরে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা।
মরদেহটি উদ্ধার করে প্রাথমিকভাবে নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করে সংশ্লিষ্টরা।
নিহত শাহাদাত খানের বাড়ি চরভদ্রাসন ইউনিয়নের বাদুল্লা মাতুব্বরের ডাঙ্গী গ্রামের। তিনি সপরিবারে ঢাকায় থাকতেন। ঈদের ছুটিতে পরিবারের সদস্যদের নিয়ে গ্রামের বাড়িতে এসেছিলেন।
চরভদ্রাসন ফায়ার সার্ভিস স্টেশনের (ভারপ্রাপ্ত) অফিসার মুর্তজা ফকির মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার দিন বুধবার তারা উদ্ধার অভিযান শুরু করেন। কিন্তু অন্ধকার হয়ে যাওয়ায় সেদিন উদ্ধারকাজ স্থগিত করা হয়। বৃহস্পতিবার ঈদুল ফিতরের নামাজের পর তারা আবারও উদ্ধার অভিযান শুরু করলে ঘটনাস্থল থেকে কিছু দূরে ভেসে থাকা মরদেহটি উদ্ধার করেন।
চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল বিন করিম জানান, নদীতে গোসল করতে নেমে একজন নিখোঁজ হওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসকে দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করতে বলা হয়। ঘটনার পরদিন ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করে।
তিনি জানান, নিহতের পরিবারের সদস্য পক্ষে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের বিষয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করতে বলা হয়েছে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com