রাঙ্গামাটি:- রাঙ্গামাটিতে বিজু, সাংগ্রাই, বৈসুক, বিষু, চাংক্রান, বিহু উৎসবের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১০ এপ্রিল) সকালে রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গণে উৎসবের উদ্বোধন করেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরূপা দেওয়ান।
অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তারা নতুন বছরে পাহাড়ে শান্তি, সম্প্রতির বার্তা ছড়ানোর আহ্বান জানিয়ে বলেন, আমরা সকলে বাংলাদেশি। আমরা আমাদের দৃষ্টি-কালচার নিয়ে বাঁচতে চাই। আগামীর বাংলাদেশ বিনির্মাণে তারাও সমানতালে অংশ নিয়ে কাজ করবে বলে জানান।
এতে প্রধান অতিথি ছিলেন, চাকমা সার্কেল চীফ ব্যারিস্টার দেবাশিষ রায়। অনুষ্ঠানে ২৯৯ আসনের সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য চঞ্চু চাকমাসহ অন্যান্যরা বক্তৃতা করেন।
এদিকে অনুষ্ঠানের শুরুতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বিভিন্ন সম্প্রদায়ের স্থানীয় শিল্পীরা ঐতিহ্যবাহী মনোজ্ঞ নৃত্য পরিবেশন করে। নাচে নাচে পুরো প্রাঙ্গণ মাতিয়ে রাখে।
এরপর পৌরসভা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com