চট্টগ্রাম:- চট্টগ্রমের হালিশহর থানাধীন এসি মসজিদ রোডের বিডিআর সিনেমা হলের পেছনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৯ এপ্রিল) রাত সাড়ে ৯টায় ওই আগুনের ঘটনায় ৪০টি টিনশেডের ঘর পুড়েছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দুই ঘণ্টার বেশি সময় ধরে আগুন নিয়ন্ত্রণে আনে। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. খলিলুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
খলিলুর রহমান বলেন, রাত সাড়ে ৯টায় বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ১১টা ১০ মিনিটে নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে ৪০টির মতো বস্তির টিনশেড ঘর এবং কয়েকটি দোকান পুড়ে গেছে।
খলিলুর রহমান আরও বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তদন্তের পর জানা যাবে।
স্থানীয় বাসিন্দা মো. মামুন জানান, আগুনে বস্তির সবকটি ঘর এবং কয়েকটি দোকান পুড়ে গেছে। তবে আগুন লাগা ওই বস্তির পাশে একটি গ্যাস সিলিন্ডারের দোকান ছিল। সেখানে বিপুল সংখ্যক গ্যাস সিলিন্ডারের মজুত ছিল। তবে ফায়ার সার্ভিসের তৎপরতায় দোকানটি রক্ষা পেয়েছে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com