রাঙ্গামাটি:- পবিত্র ঈদুল ফিতর ও বাংলা পহেলা নববর্ষ উপলক্ষে দেশে পাঁচদিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছুটিকে ঘিরে কোলাহলমুক্ত প্রশান্তির ছোঁয়া পেতে মানুষ ছুটে বেড়াবেন দেশের বিভিন্ন প্রান্তে।
সব ভ্রমণ পিপাসুদের কথা চিন্তা করে রাঙ্গামাটির পর্যটন স্পটগুলোকে প্রস্তুত রাখা হয়েছে।
হোটেল-মোটেলগুলো করা হয়েছে পরিষ্কার-পরিছন্ন। ট্যুরিস্ট বোটগুলোকে সংস্কার ও সাজসজ্জা করা হয়েছে।
জেলা শহরের হোটেল-মোটেলের মালিকরা বলছেন, এগুলোর ৮০ ভাগ অগ্রিম বুকিং হয়ে গেছে। রাঙ্গামাটির ছাদখ্যাত বাঘাইছড়ি উপজেলার পর্যটন স্পট সাজেকেরও বেশির ভাগ কটেজ অগ্রিম বুকিং হয়ে গেছে।
এইবার টানা ছুটিতে রাঙ্গামাটিতে ভালো পর্যটক আসবে এবং ব্যবসাও ভালো হবে বলে প্রত্যাশার কথা জানিয়েছেন পর্যটন ব্যবসায়ীরা।
রাঙ্গামাটি পর্যটন করপোরেশনের ম্যানেজার আলোক বিকাশ চাকমা বলেন, ঈদ ও পহেলা বৈশাখের ছুটিকে সামনে রেখে আমাদের কটেজগুলো পরিষ্কার-পরিছন্ন এবং পর্যটকদের আকর্ষণ করতে ঝুলন্ত সেতু রং করা হয়েছে। কটেজের ৮০ ভাগ অগ্রিম বুকিং হয়ে গেছে।
ঈদ ও পহেলা বৈশাখের ছুটিতে জেলায় পাঁচ থেকে ছয় হাজার পর্যটক আসবে বলে প্রত্যাশার কথা জানান তিনি।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com