বান্দরবানে ব্যাংক ডাকাতি : গ্রেপ্তার ৫১ জনকে জেলহাজতে প্রেরণ

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ১৯৮ দেখা হয়েছে

বান্দরবান:- বান্দরবানের রুমা ও থানচিতে ব্যাংকে সন্ত্রাসী হামলা মামলায় গ্রেপ্তার হওয়া ১৮ নারীসহ ৫১ জনকে আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়েছে। আসামিদের আদালতে উপস্থাপন করা হলে ঈদের পর শুনানির সিদ্ধান্ত জানিয়ে বিজ্ঞ আদালত এ নির্দেশ দেন।

আজ মঙ্গলবার (৯ এপ্রিল) বিকেলে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হোছাইন এ নির্দেশ দেন।

আজ বিকেলে তিনটি বাস করে রুমার বেথেল পাড়া থেকে গ্রেপ্তার হওয়া ৪৮ জনকে আদালতে নেওয়া হয়।
অসুস্থ থাকায় লিলি বম নামে একজনকে আদালতে উপস্থাপন করা হয়নি। এ সময় বান্দরবানের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট কাজী মহতুল হোসাইন যত্ন আসামিদের ওকালতনামায় স্বাক্ষর নেওয়ার জন্য আবেদন জানালে বিজ্ঞ আদালত তা অনুমোদন দেন।

এদিকে গতকাল সোমবার (৮ এপ্রিল) বিশেষ অভিযান চালিয়ে যৌথ বাহিনীর সদস্যরা রুমা উপজেলার বেথেল পাড়া থেকে ১৮ নারীসহ ৪৯ জনকে গ্রেপ্তার করে।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রায়হান কাজেমী জানান, আসামিদের মধ্যে লিলি বম নামে এক নারী ছয় মাসের অন্তঃসত্ত্বা হওয়ায় তাঁকে আদালতে পাঠানো হয়নি।

এর আগে থানচিতে ব্যাংককে সন্ত্রাসী হামলা মামলায় এক নারীসহ তিনজনকে একই আদালতে উপস্থাপন করা হলে আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, গত ২ এপ্রিল বান্দরবানের রুমা উপজেলার সোনালী ব্যাংকে এক সশস্ত্র হামলা চালায় ‘কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)’-এর সামরিক শাখা ‘কুকিচিন ন্যাশনাল আর্মি (কেএনএ)’। তারা ম্যানেজারের কাছ থেকে জোরপূর্বক চাবি নিয়ে ভল্ট খোলার চেষ্টা করলে ব্যর্থ হয়। এ অবস্থায় তারা ব্যাংকে প্রহরার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের দুটি এসএমজি ও আটটি রাইফেল লুট করে।
যাওয়ার সময় সন্ত্রাসীরা ব্যাংক ম্যানেজার নিজাম উদ্দিন রাসেলকে অপহরণ করে।

পরদিন ৩ এপ্রিল দুপুরে কেএনএ সশস্ত্র সদস্যরা থানচি উপজেলা সদরে অবস্থিত সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে সন্ত্রাসী হামলা চালায়। এখানেও ভল্ট ভাঙতে না পেরে তারা ক্যাশ কাউন্টার থেকে টাকা লুট করে নেয়। এ ব্যাপারে রুমা থানায় চারটি এবং থানচি থানায় চারটি মামলা দায়ের করা হয়।

সোমবার সকালে যৌথ বাহিনী থানচি উপজেলা সদর থেকে সন্ত্রাসী হামলার সময় ব্যবহৃত একটি গাড়ি এবং তাঁর চালক কফিল উদ্দিনকে গ্রেপ্তার করে।
পরে তাঁর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বান্দরবান সদর উপজেলার রেইচা এলাকা থেকে এক নারীসহ কেএনএর তিন সদস্যকে আটক করে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.net
Website Design By Kidarkar It solutions