ডেস্ক রির্পোট:- শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি সৌদি আরবের আকাশে। এর ফলে আগামীকাল বুধবার দেশটিতে ঈদুল ফিতর উদযাপন হবে। আজ সোমবার সৌদি আরবের সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের কথা জানিয়েছে গালফ নিউজ।
হিজরি পঞ্জিকা অনুযায়ী, শাওয়াল মাসের চাঁদ দেখার মধ্য দিয়ে মুসলিমদের সংযমের মাস হিসেবে চিহ্নিত রমজান-এর সমাপ্তি ঘটে সৌদি আরবে। এ হিসেবে সোমবার চাঁদ দেখা না যাওয়ায় এবার রমজান মাস ৩০ দিনে শেষ হচ্ছে। বুধবার শুরু হবে শাওয়াল মাস। আর শাওয়ালের প্রথম দিনই ঈদুল ফিতর উদযাপন করে মুসলিম সম্প্রদায়।
সাধারণত সৌদি আরবের সঙ্গে মিল রেখে মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোতেও ঈদ উদযাপন হয়। তবে গত বছর সৌদি আরবের সঙ্গে কাতার এবং আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ একই দিনে ঈদুল ফিতর উদযাপন করলেও একদিন পর তা উযাপন করেছিল ওমান।
সাধারণত সৌদি আরবের এক দিন পর বাংলাদেশে চাঁদ দেখা যায়। এবার রমজানও শুরু হয়েছিল সৌদি আরবের একদিন পরে। বাংলাদেশে ঈদ কবে হবে, সেই সিদ্ধান্ত নিতে আগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে। আগামীকাল মঙ্গলবার চাঁদ দেখা গেলে বুধবার দেশে ঈদ উদযাপিত হবে। আর চাঁদ দেখা না গেলে ঈদ হবে বৃহস্পতিবার। অর্থাৎ রমজান মাস হবে তাহলে ৩০ দিনে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com