ক্রীড়া ডেস্ক:- ব্যাট হাতে তাণ্ডব চালান সুনীল নারিন। গতকাল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে কলকাতা নাইট রাউডার্সের হয়ে ইনিংস শুরু করতে নেমে ৭টি চার ও ৭টি ছয়ে ৩৯ বলে করেন ৮৫ রান। তার এমন বিধ্বংসী শুরুর পর আইপিএল ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ পায় কলকাতা। ৭ উইকেট হারিয়ে তোলে ২৭২ রান।
এমন ঝোড়ো ব্যাটিংয়ের পরেও ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডার জানান ব্যাটিং নিয়ে তার উদাসীনতার কথা। নারিন বলেন, 'ব্যাট হাতে আমার ভূমিকা একটাই, যত কম জানব, ততই আমার জন্য ভালো।’
টি-টোয়েন্টি ক্রিকেটে পাঁচশরও বেশি উইকেটের মালিক নারিন। এদানিং ব্যাটিংয়েও বেশ ছন্দে দেখা যায় তাকে।
তবে ব্যাটিং নিয়ে মাঠের বাইরে একেবারে উদাসীন তিনি। এমনকি টিম মিটিংয়ে ব্যাটিং নিয়ে আলোচনার সময় উপস্থিত থাকেন না নারিন।
কলকাতার অধিনায়ক শ্রেয়াস আইয়ার বলেন, 'ইনিংসের শুরুতে নারিনের ভূমিকা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওর ব্যাটিংয়ের সঙ্গে দলের পরিকল্পনার অবশ্য কোনো সম্পর্ক নেই।
নারিন দলের ব্যাটিং বৈঠকেই থাকে না।'
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com