ডেস্ক রির্পোট:- একুশ শতকের পাঁচজন জীবন্ত কিংবদন্তির সংক্ষিপ্ত তালিকা করলে অবধারিতভাবে চলে আসবে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর নাম।গত দশকে এই দুই মহাতারকা রীতিমতো রাজত্ব করেছেন করেছেন ফুটবল দুনিয়ায়।গোল,এসিস্ট, রেকর্ড, পরিসংখ্যান, এওয়ার্ড, ক্লাব, আন্তর্জাতিক - সবখানেই ছিল মেসি-রোনালদোর দাপট।
এক পরিসংখ্যানে রোনালদো এগিয়ে তো অন্য কোথাও মেসি।আবার মুহূর্তেই একজন ছাপিয়ে যাচ্ছেন অন্যজনকে। তবে এক পরিসংখ্যানে হয়তো আর রোনালদোকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ নেই মেসির।
গত শনিবার সউদী প্রো লিগে আল তাইয়ের বিপক্ষে হ্যাটট্রিক করেন রোনালদো। এর তিন দিন পর গতকাল মঙ্গলবার রাতে আভার বিপক্ষে দ্বিতীয় হ্যাটট্রিক রোনালদোর।আর তাতে সব মিলিয়ে সিআর সেভেন হ্যাটট্রিক সংখ্যা গিয়ে দাঁড়াল ৬৫ তে।
তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী মেসির হ্যাটট্রিক সংখ্যা কত?সব মিলিয়ে আর্জেন্টাইন গ্রেটের হ্যাটট্রিক ৫৭ টি।সে হিসেবে মেসির চেয়ে রোনালদোর হ্যাটট্রিক বেশি ৮টি।
দুইজনেই আছেন ক্যারিয়ারের শেষের দিকে। তাই বয়স,সুযোগ, ফর্ম বিবেচনায় মেসির জন্য বাকি ৮টি হ্যাটট্রিক পূর্ণ করে রোনালদোকে ছাড়িয়ে যাওয়া আর নাও হতে পারে।ফুটবল মাঠে আগের মত গোলের দেখাও পাাচ্ছেন না আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকা। সর্বশেষ ২০২৩ সালের মার্চে হ্যাটট্রিক পেয়েছিলেন ইন্টার মিয়ামি তারকা মেসি। এরপর তো এক বছর হ্যাটট্রিক ছাড়া পার করছেন ৮ বারের ব্যালন ডি'অর জয়ী মেসি।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com