রাঙ্গামাটি: পাহাড়ের সংস্কৃতি বিশ্বের দরবারে পৌঁছে দিতে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান।
বুধবার (০৩ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাঙ্গামাটিবাসীর প্রতি আন্তরিক এবং আন্তরিক বলে আমাকে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিদর্শনের কথা বলেছেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের কাজ করতে হবে। তাহলে আমাদের দেশ অনেকদূর এগিয়ে যাবে।
অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন, পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. সেলিনা আখতার এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য জ্বরতী তঞ্চঙ্গ্যা, বিশ্ববিদ্যালয়ের প্রো- ভাইস চ্যান্সেলর ড. কাঞ্চন চাকমা। অনুষ্ঠানের সঞ্চালনা করেন, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ধীমান শর্মা।
সভার পর সংস্কৃতি প্রতিমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের ভবন ঘুরে দেখেন। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com