রাঙ্গামাটি:- রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের শ্রীশ্রী মাতা সীতা দেবী মন্দিরে মহাবারুণী স্নান উৎসব ৬ এপ্রিল অনুষ্ঠিত হবে। মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে এই স্নানের আয়োজন করেছে মন্দিরের পরিচালনা কমিটি।
শ্রীশ্রী মাতা সীতা দেবী মন্দির পরিচালনা কমিটির আহ্বায়ক সমলেন্দু বিকাশ দাশ জানান, মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে ৬ এপ্রিল অনুষ্ঠিত হবে মহাবারুণী স্নান। এ উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ ও সীতা মেলা অনুষ্ঠিত হবে। এতে হাজার হাজার ভক্তের আগমনের আশা করা হচ্ছে।
জানা গেছে, স্নান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকার কথা রয়েছে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার। এ ছাড়া সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জ্বরতী তঞ্চঙ্গ্যা ও রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীসহ বিভিন্ন ব্যক্তির উপস্থিত থাকার কথা রয়েছে।
সীতা দেবী মন্দির পরিচালনা কমিটির সদস্যসচিব রতন কান্তি দাশ বলেন, ‘মহাবারুণী স্নান উপলক্ষে মন্দির পরিচালনা কমিটির পক্ষ থেকে আগত ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা করা হবে।’
শ্রীশ্রী মা সীতা দেবী মন্দিরের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শ্রীমৎ স্বামী জ্যোতির্ময়ানন্দ মহারাজ বলেন, মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে এই মহাবারুণী স্নান অনুষ্ঠিত হয়। এটা একটি পবিত্র তীর্থস্থান।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com