ডেস্ক রির্পোট:- ব্যাটিং ব্যর্থতা থেকে যেন বেরই হতে পারছে না বাংলাদেশ। এবার চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে নাজমুল হোসেন শান্তর দল অল আউট ১৭৮ রানে। এ নিয়ে টানা পাঁচ ইনিংস ২০০ রানের আগে শেষ হলো বাংলাদেশের ইনিংস।
হতশ্রী ব্যাটিংয়ের মাঝে কিছুটা ব্যতিক্রম বলা যায় জাকির হাসানকে।
ইনিংসের একমাত্র ফিফটি এই বাঁহাতি ওপেনারের। তৃতীয় দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে এসে ব্যর্থতার দায় মাথা পেতে নিয়েছেন জাকির। ব্যাটিং ব্যর্থতার কারণ ব্যাখা করতে গিয়ে তিনি বললেন, ‘আসলে কারণ কী বলব, আমরা ব্যর্থ হয়েছি। আমরা কেউ সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি।
আমার কাছে মনে হয়, আমাদের একেকজনের যে দায়িত্ব ছিল সেটা আমরা পালন করতে পারিনি।’
ব্যাটারদের রান করতে না পারার কারণ ব্যাখ্যায় কৌশলী হলেও নিজের ইনিংস বড় করতে না পারার পেছনে শট নির্বাচনের দায় দেখছেন জাকির, ‘আসলে সবার কথা তো আমি বলতে পারব না। কোচ বা যারা আছেন তারা বলতে পারবেন। আমার ক্ষেত্রে যেটা হয় শট নির্বাচনে আরেকটু সতর্ক হলে ভালো হয়।
একই সময়ে এটাও বলতে চাই এটা কোনো অজুহাত হতে পারে না। একটা টেস্ট ম্যাচ খেলতে আসলে প্রস্তুত হয়ে আসতে হবে আমাদের। এই মানসিকতা আমার দিক থেকে আরো বাড়াতে হবে।’
ফিল্ডিংয়েও বাংলাদেশের ফিল্ডারদের পিচ্ছিল হাতের সুযোগ নিয়েছেন শ্রীলঙ্কান ব্যাটাররা। ব্যাটিং ব্যর্থতার মতো ফিল্ডিং নিয়েও অসহায় আত্মসমর্পণ করলেন জাকির, ‘ফিল্ডিংয়ের ক্ষেত্রে বাতাস কোনো অজুহাত হতে পারে না।
আমরা সুযোগগুলো কাজে লাগাতে পারিনি।’
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com