ডেস্ক রির্পোট:- একসময়ে বাংলাদেশের তিন ফরম্যাটেই ভরসার অন্যতম বড় নাম ছিলেন লিটন দাস। টাইগারদের এই উইকেটকিপার ব্যাটার অবশ্য গত বছর থেকেই নিজেকে হারিয়ে খুজছেন। তবে চলতি বছরে বাজে ফর্মের সব সীমা অতিক্রম করে গেছেন ডানহাতি এই ওপেনার। ২০২৪ সালে খেলা প্রতিটি ম্যাচেই হয়েছেন ব্যর্থ। লঙ্কানদের বিপক্ষে হওয়া প্রথম টেস্টে বাজে শট খেলে আউট হয়েছেন যার ধারা বজায় থেকেছে দ্বিতীয় টেস্টেও।
এমনকি ক্রিকেটের সংবাদ বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর তথ্য অনুসারে গত দুই বছরে ৪ টেস্টে ৭ ইনিংস খেলে লিটনের ব্যাট থেকে এসেছে মাত্র ১৭০ রান।
সোমবার (০১ এপ্রিল) চট্টগ্রামের সাগরিকায় বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্টে বিপদে পড়া বাংলাদেশের বিপদ আরও বাড়িয়ে দিয়ে গেছেন লিটন। সাকিবের বিদায়ের পর ক্রিজে এসে মাত্র তিন বল টিকেছেন তিনি।
৩ বল ব্যাপ্তির ইনিংসে রান করেছেন ৪। সাকিবের পর একই ওভারে লিটনকেও ফেরালেন আসিথা ফার্নান্দো। প্রথম বল ডিফেন্ড করেছিলেন লিটন। এরপরের বলে দারুণ ড্রাইভে চার। পরের বলে আবারও স্বভাবসুলভ খোঁচা দিতে গিয়ে বিপদ ডেকে আনলেন নিজেই। উইকেটের পেছনে সহজ ক্যাচ নিয়েছেন কুশাল মেন্ডিস।
২ বছরে লিটনের ব্যাটে ১৭০ রান
দ্রুত তিন উইকেট হারিয়ে ফলোঅনের শঙ্কায় বাংলাদেশ
এদিকে সিলেট টেস্টের দ্বিতীয় ইনিংসে প্রথম বলে বাজেভাবে আউটের পর সমালোচনার মধ্যে পড়েন লিটন। সেই সমালোচনার রেশ না কাটতেই আবারও ব্যাট হাতে ব্যর্থ দেশের এই তারকা ব্যাটার।
লিটন আউট হওয়ার আগে অবশ্য ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও। বল হাতে লঙ্কানদের ৩ উইকেট নিলেও ব্যাট হাতে এক বছর পর দলে ফেরা সাকিবের ব্যাট থেকে ১৫ রানের বেশি আসেনি।
ক্রিজে এসে অবশ্য বেশ সাবলীলভাবেই ব্যাট করতে থাকেন তিনি। তবে লঙ্কান পেসার আসিথা ফার্নান্দোর বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন সাকিব। রিভিউ নিলেও অ্যাম্পায়ার্স কলের ফাঁদে পড়ে দ্রুত বিদায় নিতে হয় টাইগার এই অলরাউন্ডারকে।
লিটন-সাকিবের পর শাহাদাত হোসেন দিপুও বিদায় নিলে বলতে গেলে ফলোঅনে পড়ার অপেক্ষায় আছে বাংলাদেশ।
প্রতিবেদর লেখা পর্যন্ত ৬১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ১৬৩ রান।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com