রাঙ্গামাটি:-পাহাড়ি বাঙালি দুর্গম এলাকার শিক্ষার্থীদের কথা চিন্তা করে আইসিটিতে পারদর্শী এবং ডিজিটাল মিডিয়া সম্পর্কে জ্ঞান রাখতে গত ৩ মার্চ মাসব্যাপী কমিউনিটি কম্পিউটার কোর্সের আয়োজন করে লংগদু জোন।
বৃহস্পতিবার (২৮ মার্চ) বেলা ১১ টায় লংগদু জোনের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে পাহাড়ি বাঙালি ৩০ জন প্রশিক্ষণার্থীর মাঝে মাসব্যাপী কমিউনিটি কম্পিউটার প্রশিক্ষণ কোর্স শেষে সনদ প্রদান করা হয়।
লংগদু জোনের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে লংগদু জোনের উপ-অধিনায়ক মেজর আহমদ ফারসাদ কবির প্রশিক্ষণার্থীদের হাতে কম্পিউটার সনদ তুলে দেন। সনদ বিতরণ কালে অন্যান্য সেনা কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এসময় তিনি বলেন, বর্তমান সময়ে পড়া লেখার পাশাপাশি কম্পিউটার জানাটা আবশ্যক। অত্র দুর্গম এলাকার ছাত্র ছাত্রীদের কথা চিন্তা করে লংগদু জোন এই কমিউনিটি কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে। আশা করি আমাদের এই আয়োজনে ছাত্র ছাত্রীরা উপকৃত হবে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com