রাঙ্গামাটি:- যথাযোগ্য মর্যাদায় রাঙ্গামাটিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য কর্মসুচি পালন করেছে জেলা প্রশাসন।
কর্মসুচির মধ্যে বঙ্গবন্ধুর ম্যুরাল চত্বরে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। এছাড়া জেলার সকল গুরুত্বপূর্ণ সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবন ও স্হাপনাসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সকালে বঙ্গবন্ধুর ম্যুরালে ও মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের স্মৃতিস্তম্ভ এবং বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ এর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান, পুলিশ সুপার মীর আবু তৌহিদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা, জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রেমলিয়ানা পাংখোয়া সহ বিভিন্ন দপ্তর প্রধান ও বীর মুক্তিযোদ্ধারা এসময় পুষ্পস্তবক অর্পণ করেন।
এছাড়া সকাল আটটায় রাঙ্গামাটি মারী স্টেডিয়ামে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী, কাবাডি ও অন্যান্য ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, ইফতার মাহফিল, ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থণা, বিনোদনকেন্দ্র উন্মুক্ত রাখা ও মুক্তিযুদ্ধের প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়েছে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com