রাঙ্গামাটি :-রাঙ্গামাটি জেলা রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের সেনাবাহিনীর উদ্যোগে হেডম্যান ও কারবারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২৫ মার্চ, সকালে ৫৬ ইবি কাপ্তাই জোনের অধীন সাব-জোন বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্প প্রাঙ্গণে কারবারী ও হেডম্যান মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার,আরও উপস্থিত ছিলেন ৩নং বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা, ৩২০ নং কাকড়াছড়ি মৌজা হেডম্যান প্রতিনিধি চাইথোয়াইমং মারমা ইউপি সদস্য শিমুল দাস, এমদাদুল হক, কামাল হোসেন আরো অন্যান্য ,স্থানীয় জন প্রতি নিধি,কারবারীসহ অনেকে।
ক্যাম্প কমান্ডার বলেন, পাহাড়ের শান্তি শৃঙ্খলা বজায় রেখে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে শান্তি চায়। এখানে যে কোন সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধের সকলেকে সজাগ ও সোচ্চার হতে হবে। বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বিভিন্ন উন্নয়মূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে।যেমন শিক্ষা, বস্ত্র, চিকিৎসা সহ রাস্তা ঘাট স্থানীয় জনসাধারণকে সার্বিক সহযোগিতার করে যাচ্ছে। ভবিষ্যতেও সেনাবাহিনীর এ ধরনে কার্যক্রম অব্যহত থাকবে।এলাকায় মাদক সহ সকল ধরনের অপরাধ নিরসনে ক্যাম্প কমান্ডার সকলকে ঐক্যবদ্ধ এলাকার শান্তি শৃঙ্খলা হয়ে কাজ করার আহ্বান জানান ।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com