ডেস্ক রির্পোট:- চট্টগ্রামের চন্দনাইশে চলন্ত সিএনজিচালিত অটোরিক্সায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। এ সময় দগ্ধ হয়ে চালকের মৃত্যু হয়। তবে তাৎক্ষণিক নিহত চালকের নামপরিচয় জানা যায়নি।
সোমবার (২৫ মার্চ) বিকাল সাড়ে ৩টার দিকে চন্দনাইশের গাছবাড়িয়া কলেজ গেট এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল ৩টায় পটিয়াঅভিমুখী সিএসজিচালিত অটোরিকশা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মাজার পয়েন্ট ব্রিজ এলাকায় দোহাজারী পুলিশ বক্সের দায়িত্বরতদের ধাওয়া খেলে দ্রুত উল্টোপথে ফিরে যেতে গিয়ে পিছন দিক থেকে আসা বালুবর্তী একটি ট্রাকের (চট্ট মেট্টো শ-১১-৩৪৪১) সাথে ধাক্কা লাগে। এতে অটোরিকশাই থাকা গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন লেগে যায়। এসময় অটোরিকশায় থাকা এক মহিলা যাত্রী সামনে ছিটকে পড়ে বেচেঁ গেলেও চালক আগুনে পুড়ে মারা যায়। স্থানীয়রা ট্রাকটিকে আটক করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com